টাকা দিয়ে ভোট কেনাবেচার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলে চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর আনন্দবাজার পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল নির্বাচন স্থগিতের ঘোষনা দেন।
এসময় তিনি এর রহস্য উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা জানান।
আনন্দবাজার পরিচালনা কমিটির নির্বাচন-২০২৩ এর তফসিল অনুযায়ী শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।
নির্বাচনে সভাপতি পদে ২ জন,সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।৩ টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতি পদে একজন করে নির্বাচিত করবেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল কাদির( চেয়ার),মো.আব্দুল মান্নান (ছাতা),সাধারণ সম্পাদক পদে শেখ সোহেল রানা(মোরগ),মোঃ সুরুজ বাঙ্গালি (কলসি),মোঃ বাবুল মিয়া (টিউবওয়েল), কোষাধ্যক্ষ পদে আবুল কাশেম মিস্ত্রি (ফুটবল),মোঃ আল আমিন (সিলিং ফ্যান), মোঃ রফিকুল ইসলাম (মাইক) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক প্রার্থী শেখ সোহেল রানা(মোরগ) বলেন,নির্বাচন আচরণবিধি লংঘন তথা ভোট কিনতে নগদ টাকা লেনদেনের অভিযোগে নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।
স্থানীয় চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন,প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লংঘন তথা দুই প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ সামনে আসায় নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল বলেন,প্রার্থীদের বিরুদ্ধ টাকা দিয়ে ভোট কেনাবেচার অভিযোগে নির্বাচন পরিচালনা কমিটির সিদ্বান্ত মোতাবেক নির্বাচন স্থগিত ঘোষনা
করা হয়েছে। এইজন্য একটি তদন্ত কমিটি
গঠন করা হবে এর রহস্য উদঘাটনের জন্য। এরপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।

Discussion about this post