Print Date & Time : 30 July 2025 Wednesday 12:50 pm

নান্দাইলে বিএনপির ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় ১১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা হিসেবে ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তরা সবাই বিএনপির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থক বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)রাতে নান্দাইল মডেল থানা-পুলিশের এক উপ-পরিদর্শক বাদী হয়ে মামলাটি করেন।
এ ঘটনায় আব্দুল আউয়াল নামে এক কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

নান্দাইল থানা পুলিশ সুত্রে জানা গেছে,অবরোধ কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী মোয়াজ্জেমপুর এলাকায় জড়ো হন।

সেখান থেকে তারা মিছিল করে আনোয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজের সামনে দিয়ে মাজার বাসস্ট্যান্ড হয়ে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে যাওয়ার চেষ্টা করেন। ওই বাসস্ট্যান্ডে আগে থেকে পুলিশ সদস্যরা মোতায়েন ছিল। পুলিশ সদস্যরা মিছিলটিকে মহাসড়কে যেতে বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পুলিশ এ সময় মিছিলকারীদের সরে যাওয়ার নির্দেশ দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ইটের টুকরোর আঘাতে দুই পুলিশ সদস্য সহ টিয়ারগ্যাস ও রাবার বুলেটে কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হন।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) উবায়দুর রহমান মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//