Print Date & Time : 11 May 2025 Sunday 2:11 am

নান্দাইলে বৃদ্ধ ও গৃহবধূর লাশ উদ্ধার

নান্দাইল ( ময়মনসিংহ)  প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পৃথক দুইটি ঘটনায় পিকআপের চাপায় জমির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের ও ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রাজিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।  

শুক্রবার নান্দাইল পৌরশহরের  চারিআনিপাড়া মহল্লা ও উপজেলার শেরপুর লংগারপাড় এলাকায় এ দু’টি ঘটনা ঘটেছে। 

স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে   রাজিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি চারিআনিপাড়া মহল্লার প্রবাসী আরশাদুলের স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী।

অপরদিকে, শুক্রবার দুপুরে উপজেলার নান্দাইল –  দেওয়ানগঞ্জ সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শেরপুর লংগারপাড় এলাকায় দ্রুতগামী পিকআপের চাপায় জমির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জমুখী দু’টি দ্রুতগামী পিকআপ প্রতিযোগিতা করে  যাওয়ার সময় লংগারপাড় এলাকায় একটি পিকআপ বৃদ্ধ জমির উদ্দিনকে চাপা দেয় এবং অন্য পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, গৃহবধূর 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । অপরদিকে, আবেদনের প্রেক্ষিতে বৃদ্ধের লাশ বিনাময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপটি ঘটনার পরপরই  জব্দ করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//২৩ জুলাই-২০২২//