Print Date & Time : 2 July 2025 Wednesday 10:13 am

নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় মজিদা খাতুন (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুরের এমএন ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মজিদা খাতুন উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত বাহা উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান,স্বামী মারা যাওয়ার পর মজিদা একই ইউনিয়নের আতকাপাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করতেন। এরমধ্যে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে এলোমেলো ঘোরাফেরা করতেন।

ঘটনার রাতে সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, মোটরসাইকেল চালক ঘটনার পর পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//