Print Date & Time : 17 July 2025 Thursday 8:11 am

নান্দাইলে যুবকের আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গলায় ফাঁস লাগিয়ে বাবু নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। বাবু ওই গ্রামের আবুল কাসেমের পুত্র।

এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানান, বাবু মানসিক সমস্যায় ভুগছিলেন। সন্ধ্যায় তার মা রান্নার কাজ করছিলেন। রান্না শেষে ছেলেকে ডেকেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে দেখতে পান গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে বাবু। তারপর বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মাছুম মিয়া জানান, বাবুর মানসিক সমস্যা ছিল।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//