বিয়েতে প্রলুব্ধ করে নাবালিকাকে অপহরণের পর অপহরণকারী মো: সালাম আকন ওরফে ওয়াসিম তাকে বিয়ে করে। এ ঘটনায় ভিকটিমের বাবার থানায় দায়ের করা মামলার পর ওই নাবালিকাকে উদ্ধার করে র্যাব-৬ খুলনার একটি অভিযানিক টিম। শনিবার তাকে খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিার মাধ্যমে জানানো হয়, গেল বছরের ২৩ ডিসেম্বর আসামি সালাম আকন ঝালকাঠির জেলার সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ আজিমুননেছা কলেজের সামনে থেকে ঐ কিশোরীকে অপহরণ করে নেয়। এরপর তাকে বিয়ে করে ওই অপহরণকারী সালাম আকন। এ ঘটনায় ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করেন। আসামি ভিকটিমকে নিয়ে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন পলাতক থাকে। ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তাকে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব জানতে পারে সালাম ওই অপহৃত নাবালিকাকে নিয়ে ময়লাপোতা মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র্যাব শনিবার সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণ কারীকে গ্রেপ্তার করে। পরে তাদের ঝালকাঠি থানায় হস্তান্তর করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২২//

Discussion about this post