Print Date & Time : 11 May 2025 Sunday 1:19 am

নারায়ণগঞ্জের যে সব লাভ পদ্মা সেতুতে

শত বাধা পেরিয়ে অসম্ভবকে জয় করে সেই ‘সম্ভব না’ শব্দগুচ্ছকে হারিয়ে প্রমত্ত পদ্মার ওপর নির্মিত হয়েছে অপার সম্ভাবনার সেতু। পানিপ্রবাহে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মা।

২৫ জুন সেই সেতুর উদ্বোধন হয়েছে। এ নিয়ে সারা দেশ তো বটেই বিশ্বের বাঙালীদের মধ্যেও বিরাজ করছে এক উৎসবের আমেজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পদ্মা সেতুর উৎসবের খবর গুটি কয়েক ব্যক্তির প্রশ্ন থাকে পদ্মা সেতুতে নারায়ণগঞ্জের লাভ আসলে কোথায়? এই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দাগন।  

তারা বলেন, ‘নারায়ণগঞ্জের বড় একটি অংশ বাইরে থেকে এসেছেন। এটি সন্দেহের কোন অবকাশ নেই যে বরিশাল ও খুলনা বিভাগের লাখো মানুষ যে এই শহরে বিচরণ করে। তাদের ভূমিকা রয়েছে নারায়ণগঞ্জের অর্থনীতিতে। ফলে তাদের আসা যাওয়া বড় একটু সুবিধা করে দিবে এই শহরকে। এছাড়া দক্ষিন বঙ্গের সাথে নারায়ণগঞ্জের বাণিজ্য সুগম হবার বিষয়টি নতুন করে বলার কিছু নেই। মাত্র ৫ ঘণ্টায় বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ থেকে দক্ষিনবঙ্গে পন্য আনা নেয়া করা সহজ হবে। এতদিন বরিশালের সাথে বাণিজ্যে শুধুমাত্র নদীপথ গুরুত্ব পেয়ে আসলেও এবার সড়ক পথ গুরুত্ব পেতে শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘শুধু পদ্মা সেতুর কারনে মুন্সিগঞ্জের গুরুত্ব বাড়বে দেশজুড়ে। ফলে আগে থেকেই গুরুত্ব বহন করা নারায়ণগঞ্জও সেই গুরুত্ব সমানভাবে বহন করবে। কারণ মুন্সিগঞ্জের সাথে নারায়ণগঞ্জের যোগাযোগ সবচেয়ে বেশী। 

স্বপ্ন সত্যি হতে চলছে

১৯৮৫ সালে বরিশাল থেকে নারায়ণগঞ্জ আসা বাসিন্দা আলম বলেন, ‘পদ্মার খরস্রোতাকে খোদ লঞ্চ চালকরাও এককালে ভয় করতো। সেই পদ্মার উপর সেতু দেখতে পাওয়া ভাগ্যের বিষয়। এতদিন লঞ্চে করে দুরু দুরু মনে আমার ছেলে মেয়েরা নিজেদের দাদা বাড়ি যেত। বৈশাখ আর আষাঢ় মাসে তো যেতেই চাইতো না কেউ। এখন পদ্মা সেতু হওয়ায় যখন তখন গাড়িতেই যাওয়া যাবে। এত অল্প পথ পাড় হতে একদিন নষ্ট করতে হবে না। তবে নদী, লঞ্চের প্রতি মায়া থাকবেই। একই সাথে নতুনকে গ্রহণও করতে হবে সাদরে।’

আর//দৈনিক দেশতথ্য//২৬ জুন-২০২২//