নারায়ণগঞ্জের বন্দরে অটোচালক ফেরদৌসের গলাকেটে হত্যার প্রধান আসামী রাকিবসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১। মঙ্গলবার ভোররাতে বন্দরের মদনগঞ্জ হতে তাদের গ্রেফতার করা হয়।গতকাল রাতে র্যাব-১১ উপপরিচালক ও স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হল- বন্দর থানার বোরুদী পশ্চিমপাড়া গ্রামের মো. সামসুদ্দিনের ২ পুত্র মো. রাকিব (২০) ও মো. রাজিব (৩৩)। হত্যার সাথে জড়িত রাকিবের ঘনিষ্ঠ বন্ধু সিবলু পালাতক রয়েছে।
র্যাব কর্মকর্তা মনিরুল আলম জানান, গত সোমবার বন্দর থানাধীন দিঘলদী এলাকা হতে অটোচালক ফেরদৌসের গলাকাটা লাশ পাওয়া যায়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মো. নজরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। (যার মামলা নং-২৪, তারিখ-১২/০৯/২০২২ইং।)
ঘটনাটি এলাকার স্থানীয় জনমনে ব্যাপক ভীতির সৃষ্টি করে। র্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল মঙ্গলবার ভোররাতে বন্দরের মদনগঞ্জ হতে রাকিব ও রাজিবকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, আসামী রকিব তাঁর ঘনিষ্ঠ বন্ধু সিবলু এর সাথে একটি অটো চুরির পরিকল্পনা করে। ভিকটিম যে গ্যারেজে তার অটো রাখে সেই গ্যারেজে আসামী রকিব সহকারী হিসাবে কাজ করে। রকিব ওই গ্যারেজে অটো ভাঙ্গা ও মেরামতের কাজ করতো। ঘটনার দিন আসামী রকিব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে নিয়ে তার অটোযোগে ঘটনাস্থলে যায় এবং অপর পলাতক আসামি সিবলু তার সহযোগীদের নিয়ে রকিবের সাথে যোগ দেয়। আসামীরা সকলে মাদক ও উত্তেজক দ্রব্য সেবন করে এবং ভিকটিমকে অন্যান্যদের সহায়তায় আসামী রকিব ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রকিব উক্ত হত্যাকান্ডের কথা স্বীকার করে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//