পরিবেশ চেতনা সমুন্নত রাখতে সবুজ বনায়ন, দূষণমুক্ত জীবনযাপন, বৃক্ষ ও জীববৈচিত্র্য রক্ষা এবং দূষণজনিত বিপর্যয় ও ক্ষয়ক্ষতি কমাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতিকে ২শ’ ৫০টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেছেন আদমজী ইপিজেডের রপ্তানি প্রতিষ্ঠান টেক্স জিপার বাংলাদেশ লিমিটেড।
বুধবার (৬ জুলাই) দুপুরে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে বৃক্ষের ২শ’ ৫০ টি চারা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির হাতে।
এসময় কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান বলেন, ‘বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। করোনা আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ। কিন্তু বাড়িঘর নির্মাণ আর কলকারখানা স্থাপনের কারণে দিনকে দিন বন উজাড়ে বাংলাদেশ সবুজতা হারাচ্ছে। দেশের বনজ সম্পদের পরিমাণ বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সকলকে পালন করতে হবে। একইসঙ্গে এই বর্ষা মৌসুমে সবাই যেন বৃক্ষরোপণ করেন সে বিষয়েও সামাজিক সচেতনতা ও উৎসাহিত করতে হবে। প্রতিটি মানুষের উচিত নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য গাছ লাগানো।’ এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টেক্স জিপার বাংলাদেশ লিমিটেড এর মানবসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান শহীদ হোসেন, অর্থ বিভাগের বিভাগীয় প্রধান সুরঞ্জন কুমার সাহা, সাপ্লাই চেইন বিভাগের বিভাগীয় প্রধান রবীন্দ্রনাথ চ্যাটার্জী, কমপ্লয়েন্স সহকারী ব্যবস্থাপক তুষার, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সুমিল পাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাস্টার, আব্দুস সোবহান, হামিদ, নজরুল, মো: ফিরোজ প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//৭ জুলাই-২০২২//