গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পটুয়াখালীর কলাপাড়া থেকে গ্রেফতার করেছে র ্যাব ৮ ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বলিপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর নৈশ প্রহরী আবু হানিফ হত্যা মামলার পলাতক আসামি অভিযুক্ত অপু (২৫) কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।
এর আগে ২০ অক্টোবর দুপুরে অভিযুক্ত অভি, অপু, রাহাত সহ ৫/৬ জন বাসা থেকে ডেকে নিয়ে নৈশ প্রহরী আবু হানিফকে প্রথমে নারায়নগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে নিয়ে মারধর করে। পরে সেখান থেকে তাকে জোড়া ট্যাংকির মাঠের মধ্যে নিয়ে পুন:রায় মারধর করে গুরুতর জখম করে। ঘটনার পর স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে আবু হানিফ মৃত্যুবরন করেন।
প্রিন্ট করুন









Discussion about this post