কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভট্টেরবাগান মন্দির কমিটির সাবেক উপদেষ্টা স্বর্গীয় নারায়ন চন্দ্র দামের চতুর্থ প্রয়াণ দিবস উপলক্ষে ভাগবত পাঠ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে ভট্টেরবাগান মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে এ ভাগবত পাঠ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ মধুর ভাগবতীয় আসরে ভাগবত পাঠ করেন গৌড় গোবিন্দ দাস।
ভট্টেরবাগান নিশানাথ খোলা সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন লেবু, ভট্টেরবাগান মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, কোষাধ্যক্ষ অসিম কুমার রায়,সহ কোষাধ্যক্ষ রাজিব দে ও নারায়ন চন্দ্র দামের ছোট ভাই মিলন চন্দ্র দাম প্রমূখ বক্তব্য রাখেন ।
আলোচনা সভা শেষে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।