Print Date & Time : 12 July 2025 Saturday 11:27 am

নারায়ণগঞ্জে তৃতীয় লিঙ্গের আটজন ইয়াবা চোরাচালানী গেফতার

তাদের কাছ থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার

রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তৃতীয় লিঙ্গের ৮ জন মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে এক কোটি টাকা মূল্যের ৩৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল দুপুরে র‌্যাবের উপ-পরিচালক ও স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। 

আটককৃত তৃতীয় লিঙ্গের সদস্যরা হলেন- রফিক/ললিতা (৪০), রবি আলম/বিউটি (৪০), এশরাম/পরীমনি (২২), রবি আলম/প্রিয়া (২৪), মোঃ আল-আমিন/নিশি (৩৫), রায়হান/আঁখি(২০), সাবের/বিজলী (২২) ও ফারুক/রিয়ামনি (২৫)। তারা সকলেই কক্সবাজার জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে,  তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের দল নেতাসহ সকলেই তৃতীয় লিঙ্গের সদস্য। তারা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য অত্যন্ত কৌশলীভাবে তৃতীয় লিঙ্গের আড়ালে বিভিন্ন স্থানে ভ্রমনের বাহানায় নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই সক্রিয় চক্রটি পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে তারা এসকল মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকা সহ পাশর্বর্তী জেলা সমূহে সরবারহ করে থাকে। উদ্ধারকৃত ৩৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য এক কোটি পাচ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য //মে ২২,২০২৩//