জে.এম রুমান দেওয়ান, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে ওই হাজতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত শাকিল আহমেদ (৩৬) নামে ডাকাতি মামলার আসামি। তিনি পাবনা জেলার সাইফুল ইসলামের ছেলে।
হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, গত ২৫ জানুয়ারি ফতুল্লা থানার একটি ডাকাতি মামলায় আসামি শাকিল আহমেদকে আদালত কারাগারে প্রেরণ করেন। ওই সময় আসামির সঙ্গে মারধরে আহত হওয়ার চিকিৎসাপত্র দেয়া হয়েছিল।
জেল সুপার আরও জানান, সরকারি বিধি অনুযায়ি আদালতের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শেষে মৃত হাজতি শাকিল আহমেদ এর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
ফত্ল্লুা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানায়, ২৪ জানুয়ারি রাতে ডাকাতিকালে স্থানীয়বাসী শাকিল কে আটক করে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়।
পরে তার বিরুদ্ধে মামলা নিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। নিহত শাকিলের বিরুদ্ধে পাবনা জেলার আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে তিনি জানান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post