Print Date & Time : 13 July 2025 Sunday 5:06 am

নারায়নগঞ্জে ইসলামি আন্দোলন এর বিক্ষোভ

জে.এম রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি;

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমর্থক হাত পাখার মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

১৬ই জুন ২৩ইং তারিখ (শুক্রবার) জুময়ার নামাজের পর নারায়নগঞ্জের ডিআইটি মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন, বিকাল ৩টা থেকে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ শুরু করে দলটির উদ্ধর্তন নেতারা।

এসময় আওয়ামীলীগের অধিনে নির্বাচনকে অবৈধ বলে ঘোষনা করে বলেন, এ সরকারের অধিনে আর কোন নির্বাচনে অংশগ্রহণ করবেনা ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করিম কি মারা গেছেন, এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সিইসিকে সিইসি লীগ, ইন্তেকাল কমিশন আখ্যায়িত করে সিইসির পদত্যাগ দাবী করেন।

নেতাকর্মীরা বরিশালের সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির দায় দিয়ে বলেন, শেখ হাসিনা ভোট চোর, তাই শেখ হাসিনার অধিনে আর কোন নির্বাচন নয়, এবার শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েই ইসলামি আন্দোলন বাংলাদেশ ঘরে ফিরবে ইনশা-আল্লাহ।

আগামী ১৮ই জুন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি ফয়জুল করিম ঢাকায় এসে শেখ হাসিনার পদত্যাগ এর কর্মসূচী দিবেন বলে জানান ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়নগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি নারায়নগঞ্জের ডিআইটি মসজিদ থেকে চাষাড়া মোরে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

আজকের বিক্ষোভ মিছিলে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামি ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ নারায়নগঞ্জ জেলা ও মহানগরের সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।

দৈনিক দেশতথ্য// এইচ//