নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় নির্মাণকাজ শেষ হওয়া ৭টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস।
আগামী ৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতু উদ্বোধন করা হবে বলে জানা গেছে। এদিকে অধিকাংশ ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ। কয়েকটি ব্রিজে এখন চলছে ঘষামাজার কাজ। সেতুগুলো এলাকাবাসীর সুবিধার্থে আগেই খুলে দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে আগামী ৬ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, আদমজী-চাষাঢ়া পর্যন্ত নাগিনা জোহা সড়কের ৪টি সেতু, আড়াইহাজার সেতু, রামচন্দ্রদী সেতু এবং সোনারগাঁয়ের আনন্দবাজার সেতু সেদিন উদ্বোধন করা হবে। প্রত্যেকটি সেতু নির্ধারিত সময়ের আগে শেষ করেছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর। এদিন এই ৭টি সেতুসহ সারাদেশের ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, ১১৩ কোটি ৫১ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর চাষাঢ়া-খানপুর-হাজীগঞ্জ-গোদনাইল-আদমজী ইপিজেড সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সড়কটিতে ১৯ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট তিনটি ব্রিজ ও ৬ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি কালভার্ট রয়েছে। অন্যদিকে আনন্দবাজার, রামচন্দ্রদী এবং আড়াইহাজারের আগের সেতু বেহাল হয়ে পড়লে নতুন সেতু নির্মাণ করার উদ্যোগ নেন সওজ কর্তৃপক্ষ। দ্রুতসময়ের মধ্যে সেতুগুলো নির্মাণ হয়ে যাওয়ায় খুশি নারায়ণগঞ্জবাসী। পাশাপাশি এই সেতুগুলোর কারণে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস সময়ের নারায়ণগঞ্জকে জানান, সেতুগুলোর নির্মাণকাজ শেষ করার মাত্রই জনসাধারণের চলাচলের সুবিধার্থে আগেভাগে সেতুগুলো খুলে দেওয়া হয়। আমরা এর আগে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ সেপ্টেম্বর সেতুগুলো উদ্বোধন করার তারিখ নির্ধারণ করেছেন। আমরা সে লক্ষ্যে সকল ধরণের প্রস্তুতি নিয়েছি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post