মেলান্দহের হাজরাবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে নারিকেল গাছ প্রতিক পেয়ে উচ্ছ্বসিত সুমন হাজারি। প্রতিক বরাদ্দ পেয়ে কয়েকশো কর্মীসমর্থকদের নিয়ে বিশাল শোডাউন করেন তিনি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে কর্মীসমর্থকদের নিয়ে নিজ কার্যালয় থেকে মিছিল বের হয়ে হাজরাবাড়ী বাজার প্রদক্ষিন করে শেষ হয় মিছিলটি।
মেয়রপ্রার্থী সুমন হাজারি বলেন, আমি হাজরাবাড়ি পৌর নির্বাচনে মেয়রপ্রর্থী হয়ে নারিকেল গাছ প্রতিক পেয়েছি। আমি জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই।
২নভেম্বর বিজয়কে সুনিশ্চিত করে প্রাণপ্রিয় হাজরাবাড়িকে ঐতিহ্যের হাজরাবাড়ি, সুন্দর হাজরাবাড়ি, সচল হাজরাবাড়ি, সুশাসিত এবং উন্নত হাজরাবাড়ি পৌরসভা গড়ব।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২২//

Discussion about this post