কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক নজরুল ইসলামকে নারী কেলেঙ্কারী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ মকবুল হোসেন লাবলু ও সাধারণ সম্পাদক এম এ মমিন মন্ডল এর স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।
শহরতলীর বটতৈল ইউনিয়নের চার মাইল এলাকায় নজরুলের বাড়ী। সে কুষ্টিয়া থানা কৃষক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
তার বিরুদ্ধে জমি দখল নারি কেলেঙ্কারি, দলের সুনাম ক্ষুন্ন করা ও ক্ষমতার অপব্যবহার সহ নানা ধরনের কুকর্মের সাথে জড়িত বলে অভিযোগ আছে। এইসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১ আগস্ট ২০২২ ইং তারিখের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোঃ নজরুল ইসলাম প্রধান বটতৈলকে কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক পদ থেকে অব্যাহতি ও কৃষকলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ৯ আগস্ট স্বপ্না খাতুন নামের একটি মেয়েকে নজরুল ইসলাম প্রধান ও তার সহযোগী বটতৈল দক্ষিণপাড়া ইউনুস আলী ও নুরুল ইসলাম মনির পুত্র নিপলু ফকির মিলে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। তাকে অমানবিকভাবে নির্যাতন মারপিট করে। এনিয়ে চাঞ্চল্যতা সৃষ্টি হলে বিষয়টি নেতাদের নজরে আসে। এর পরই তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১১,২০২২//