কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সেমিনার হলে অনুষ্ঠিত হলো কবি,ও লেখক কনক চৌধুরী’র নারীবাদী উপন্যাস”মৌমিতা”প্রকাশনা উৎসব।
শনিবার বিকেল ৫টায় দৈানিক মুক্তমঞ্চের প্রকাশক সম্পাদক ও সুন্দরম ললিত কলা একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী মুরশেদ আলম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোহাঃ শাহজাহান আলী। আলোচক ইসলামী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ডঃ মুঈদ রহমান, অধ্যাপক ড. জহুরুল ইসলাম, অধ্যাপক ড. মামুন, সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও লেখক অজয় মৈত্র, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কারশেদ আলম,কবি ও লেখক বিপুল বিশ্বাস,কবি মহিত চন্দ্র গোবিন্দ, আবৃতি শিল্পী শহিদুল ইসলাম কচিসহ কুষ্টিয়ার কবি লেখক ও সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে প্রানবন্ত ও উজ্জীবিত করেন।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৯,২০২৩//

Discussion about this post