মায়ের জঠরে আমি অবহেলিত
আমি সেখানে অনাকাঙ্ক্ষিত
শিশু থেকে পুতুল সাজায়ে
পুতুল মানুষ আমি।।
রুপ রঙে সোমত্য সময়ে
সমাজে তাই একটু দামী
আতংকে রয়েছে বাবা মায়ে
ভাগে দিল অর্ধেক জমি।
নারী পুরুষের সমান ভাগ!
পরে পাবি, এখন ভাগ।
উদরের সন্তানের আদর কমে
রেখে এলো বৃদ্ধাশ্রমে
মৃত্যু ধ্বনিতে বাজুক বারবার
নারীর অধিকার।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৯, ২০২২//

Discussion about this post