প্ৰচণ্ড শীতের কবলে বিপর্যস্ত অজস্র হতদরিদ্র মানুষের কথা বিবেচনা করে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম। একইসাথে তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
গতকাল ‘কম্বল বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ও নিঝুম লেডিস কর্ণার এর কর্ণধার নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম।
সম্প্রতি তিনি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ কার্যক্রমের আওতায় অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে সদর উপজেলা ও জেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা লাভ করেন।
দুখু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ, সদস্য ওবাইদুল, আবিদ,জিশান, স্থানীয় গণমান্য ব্যক্তি জিয়া ইসলাম, সমাজসেবীকা বেলী খাতুন, লালন মিয়া, ইমরান আলী, কালু ইসলাম, ইয়ারুল ইসলান, জিয়ারুল ইসলাম, জদো, টগর আহৃেদ, সৌরভ, সাইফুল ইসলামসহ আরও অনেকে।
নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমত নানান সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি।
সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে মন্তব্য করে তিনি প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ব্যবসায়ের পাশাপাশি মানব সেবামূলক কর্মসূচিসহ নানান সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ঝর্ণা বেগম। এই সেবামূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে ছিন্নমূল পথশিশু, এতিম ও দুস্থদের মাঝে খাদ্য, শিক্ষাসামগ্রী, ঔষধ, মাদ্রাসায় কুরআন শরীফ সহ, শিক্ষার্থীদের পোশাক প্রদান করে থাকে।
খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য

Discussion about this post