Print Date & Time : 29 July 2025 Tuesday 2:06 pm

নারী কোটা চায় না ইবির নারী শিক্ষার্থীরা 

 ইবি প্রতিনিধি : সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে নারী কোটা চায় না  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। তারা চায় মেধাবীদের সঠিক মুল্যায়ন করা হোক।

বুধবার (১০জুলাই) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে  আন্দোলনরত শিক্ষার্থীরা। 

মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে লুডু, ফুটবল ও ক্রিকেট খেলতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন গান, কবিতা ও নাটিকার মাধ্যমে কোটা বৈষম্যের নানা কুফল তুলে ধরে তারা।

এসময় ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’সহ নানা স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারী এক নারী শিক্ষার্থী বলেন, আমি একজন নারী হয়েও চাকরিতে প্রবেশের ক্ষেত্রে নারী কোটা চায় না। নারীরা সমান তালে পুরুষের সাথে এগিয়ে চলছে। আমরা সব জায়গায় নারী পুরুষের সমান অধিকার চাচ্ছি কিন্তু চাকরির ক্ষেত্রে কোটা দিয়ে নারীদের দুর্বল চিহ্নিত করার কোনো মানে হয়না। আমি চায় মেধাবীদের সঠিক মুল্যায়ন হোক।

আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে অথচ সেই বৈষম্য আজও রয়ে গেছে।তাই কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছে। আমরা বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চাই।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ জুলাই ২০২৪