Print Date & Time : 2 July 2025 Wednesday 5:36 pm

নারী ঘটিত দ্বন্দ্বে প্লাস দিয়ে ছিঁড়ে দিয়েছে যুবকের কান

নারী ঘটিত দ্বন্দ্বে আজিজ আলী(৩০) নামে এক যুবকের কান প্লাস দিয়ে ছিঁড়ে দিয়ে একদল রাজনৈতিক ক্যডার। রক্তাক্ত যুবকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। এ ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। ঘটনাটি ঘটেছে জেলা কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের ভুল্ল্যারহাট গ্রামে সোমবার রাতে।

হাসপাতাল ও গ্রামবাসি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের উত্তর মুসরত মদাতি গ্রামের সরিসাদুল হকের পুত্র আজিজ আলী বাড়ি পাশে মোড়ে দোকানে আড্ডা দিচ্ছিল। সেখানে নারী ঘটিত বিষয় নিয়ে কয়েক যুবকের সাথে কথাকাটাকাটি হয়। যুবকরা তাঁকে গোপন আস্থানায় ধরে নিয়ে গিয়ে রাতভোর নির্যাতন চালায়। পরে তার একটি কানের লতি প্লাস দিয়ে টেনে ছিঁড়ে দেয়। এ সময় তার আত্নচিৎকারে ঘুমন্ত লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁকে গ্রামবাসিরা উপজেলা  হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। সেখানে তার সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসা চলছে।

এ ঘটনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ফেসবুকে বিষয়টি দেখেছি। কেউ এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি। তবে তিনি নিজউদ্যোগে ঘটনা স্থলে তদন্ত করতে পুলিশ কর্মকর্তাকে গাড়ি সহ পাঠিয়েছে। ভুক্তভুগি যুবকের বাবা সরিসাদুল হক জানান, ছেলে চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। তাই থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়।  রাতে  কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করবে। তাঁকে মামলা না করার জন্য দূর্বৃত্ত যুবকরা  হুমকি দিচ্ছে বলে জানান।

তারা ১টি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার ক্যাডার। ওই নেতার বলে গ্রামের মানুষকে জিম্মি করে রেখেছেন তারা।

বা// দৈনিক দেশতথ্য// ১৬ নভেম্বর//