প্রতিবন্ধকতা এবং নানা প্রতিকুলতাকে জয় করে টাঙ্গাইলের মির্জাপুরে এক ঝাঁক নারী ফুটবল কন্যারা এগিয়ে যেতে চায় দেশের গন্ডি পেরিয়ে বহুদূর।
বিভিন্ন অজপাড়া গ্রাম থেকে ছুটে এসে কখনো বংশাই, কখনো লৌহজং নদীর নামে, আবার কখনো মোহামেডান ও আবাহনী দলে খেলোয়াড় হিসেবে তারা পরিচিত। এ জন্য তাদের প্রয়োজন পৃষ্টপোষকতা।
নানা সমস্যার মাঝেও তারা থেমে নেই। বঙ্গমাতা, বঙ্গবন্ধু ফুটবলরীগ, জাতীয় লীগ থেকে শুরু করে বি কে এস পি এবং জাতীয় দলে দক্ষতার সঙ্গে ফুটবল খেলে তারা সুনাম কুড়াতে চায় তারা।
খান আহেমদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির নারী ফুটবল দলকে চাঙ্গা করতে ফাইনাল ম্যাচসহ নানা উদ্যোগ গ্রহন করেছেন। আয়োজন করে যাচ্ছে নারী ফুটবল ম্যাচ।
আজ সোমবার (১১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও এসিল্যান্ড মাসুদুর রহমান বলেন, এমপি মহোদয়ের পৃষ্টপোষকতায় মির্জাপুর উপজেলার নারী ফুটবল দলকে চাঙ্গা করতে টাঙ্গাইলের মুনালিসা উইমেন্স একাডেমির মহিলা দলের কোচ কামরুন নাহার খান মুন্নি সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। মির্জাপুর পৌরসভা এবং উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের সংগ্রহ করে ফুটবল টিম গঠন করেছেন। পড়াশোনার পাশাপাশি থেলাধুলোকে চাঙ্গা হিসেবে রাখতে চান নারী খোলায়াড়গন। যারা নিয়মিত ভাবে ফুটবল, ভলিবল, এ্যাথলেটিকস, টেবিল টেনিস, হকি, সুটিং ও ব্যাট মিন্টন খেলে আসছে। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলাকেই প্রধান পেশা হিসেবে বেঁছে নিয়েছে তারা। মির্জাপুর উপজেলার দুটি নারী দলের মধ্যে লৌহজং দলের খেলোয়াড়রা হচ্ছে মম, আয়শা, জয়ন্তী, নওশিন, হিমা, লক্ষি, বৃষ্টি, কামরুন্নাহার, রোকেয়া, ছোয়া, অনিমা, রুহি, সুরবী, আফিফা, মিম এবং পুজা। বংশাই দলের খেলোয়াড়রা হচ্ছে বিপাশা, জুলি, জিদনি, ইমু, রিতা, সাহিদা, রিয়া, মারিয়া, মোহনা, স্বর্নালী, আখি, লামিছা, নুসরাত এবং লাবণী। এ প্রশংগে নারী ফুটবকলার অনিমা, মীম ও মারিয়া জানায়, পড়ামেনার পাশাপাশি ফুটবল খেলতে আমাদের অনেক ভাল লাগে। আমরা এখন আর ঘরের কোনে বসে থাকতে চাই না। খেলাধুলায় আমরা অনেক দুর এগিয়ে যেতে চাই। টাঙ্গাইলের গোপালপুরের ফুটবল কন্যা কৃষ্ণা রানীর মত আমরাও দেশের সুনাম বয়ে আনতে চাই। এ জন্য প্রয়োজন সরকারী বা ব্যক্তি পর্যায়ে সকল ধরেনের পৃষ্টপোষকতা।
অপর দিকে নারী ফুটবলারদের উৎসাহিত করতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মীর্জা শামীমা আক্তার শিফা বিভিন্ন সময় তাদের সহযোগিতা দিয়ে থাকেন বলে নারী ফুটবল কন্যারা জানিয়েছেন।
এদিকে মহিলাদের ফুটবল খেলায় উদ্ধুদ্ধ করনের লক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উৎসব মুখর পরিবেশে মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৪ দিন ব্যাপি মির্জাপুর উপজেলা মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল কন্যাদের খেলা দেখতে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। উপজেরার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রঢদের নিয়ে গঠন করা হয়েছে নারী ফুটবল দল। গত অক্টোবর টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গমাতা আন্তজেলা ফুটবল ম্যাচে মির্জাপুর উপজেলা নারী ফুটবল দল রানার্স আপ অর্জন করে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, টাঙ্গাইল জেলার মধ্যে মির্জাপুর উপজেলা নারী ফুটবল দল অন্যতম দল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা চেষ্টা করছি নারী ফুটবল দলকে আরও শক্তিশালী করার জন্য। আশা করছি টাঙ্গাইল জেলার মধ্যে আমরাই সেরা হবো। চাই সকলের সহযোগিতা।
মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ এবং ভারতেশ^রী হোমসের প্রিন্সিপার মন্দিরা চৌধুরী বলেন, নারী ফুটবল দলতে এগিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানরে পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। মির্জাপুর নারী দলেল খেলায়াড়দের প্রশিক্ষনের জন্য ভাল মাঠ না থাকায় মেয়েরা ঠিকমত প্রশিক্ষণ নিতে পারছে না। এ দিকে সরকারের বিশেষ নজর দেওয়ার জন্য তারা অনুরোধ জানান।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিন বলেন, নারী ফুটবলারদের এগিয়ে নেওয়ার জন্য আমরা সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছি। দেশের গন্ডি পেরিয়ে তারা যেন বিদেশের মাটিতে ফুটবল খেলে দেশের সুনাম বয়ে আনতে পারে সে জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//