কুষ্টিয়া প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর ) সকালে কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় মানববন্ধনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে এনজিও সংস্থা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাকি, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সমন্বয়কারী উম্মে সালমা প্রমুখসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এ মানববন্ধনে অংশ নেয়।
পরে মানববন্ধনে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক করনীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post