নিজস্ব প্রতিবেদক: মাগুরায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার আত্মহত্যা করেছেন। তার সাবেক দেহরক্ষী কনস্টেবল মাহমুদুল হাসান মাগুরা পুলিশ লাইন্সের ছাদে নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে মাগুরার পুলিশ তাদের লাশ দুটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
খন্দকার লাবনী আক্তার (৪০) খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি ছিলেন। তিনি বিসিএস ৩০ ব্যাচের ক্যাডেট। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে। লাবনীর স্বামী তারেক আবদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে এখন ভারতে চিকিৎসাধীন আছেন।
লাবনী আক্তারের বাবা শফিকুল আজম বলেছেন, ১৭ জুলাই এক সপ্তাহের ছুটিতে লাবনী গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানা বাড়িতে ছিল। বুধবার গভীর রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। রাতে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায়, দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুল হক বলেন, লাবনী ছুটিতে ছিলেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু সেটি এখনই বলা যাচ্ছে না।
নিহতের পুলিশ কনস্টেবল মাহামুদুল হাসানের (২৩) বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামে। তারা বাবা এজাজুল হক কনস্টেবল পদে চাকরী করেন। কুষ্টিয়া শহরের দাদাপুর রোডের কমলাপুরে তাদের একটি দোতলা বাড়ি আছে সেখানেই তার পরিবার বসবাস করে। মাহমুদুল হাসান দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাগুরা পুলিশ লাইন্সের ছাদে মাহমুদুল হাসান (২৩) নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। শটগানের গুলিতে তার মাথা পুরাপুরি বিধ্বস্ত ছিল।
নিহত এই কনস্টেবল মাগুরায় আসার আগে খুলনায় কর্মরত ছিলেন। সেখানে তিনি নিহত এডিসি লাবনীর দেহরক্ষী ছিলেন। এই দুইজনের আত্মহত্যা নিয়ে অনেক কথা শুনা গেলেও তাদের দু,জনের মৃত্যুর ঘটনার কোনো যোগসূত্র সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি। তবে মাহমুদুলের বোন জানিয়েছেন তার ভাই ও লাবনীর সম্পর্ক ছিল ভাই বোনের মতো।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতের ডিউটি থেকে ফিরে আজ সকাল সাড়ে সাতটার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন মাহমুদুল হাসান।
লাশ দুটির ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।
আর//দৈনিক দেশতথ্য//২১ জুলাই-২০২২//