সুদীপ্ত শাহীন, লালমনিরহাট, ২১ আগষ্ট: জেলার সদরেরের মহেন্দ্র নগর ইউনিয়নে কমিনিটি হেলথ প্রভাইডার নারী স্বাস্থ্যকর্মীকে অফিসে প্রকাশ্য মারধর ও শ্লিতাহানির ঘটনা ঘটিয়েছে ইউনিয়ন যুবলীগের নেতা আবুল কালাম আজাদ(৪৫)।
স্বাস্থ্য কর্মীকে গুরুতর আহত অবস্থায লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়য়েছে। এই ঘটনায় শনিবার রাতে সদর থানায় স্বাস্থ্য কর্মী মামলা দায়ের করেছে।
নারীর স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে আহতের ঘটনার মূল দূর্বৃত্ত আবুল কালাম আজাদ। সে জেলা সদরের মহেন্দ্র নগর ইউনিয়নের কাশিপুর নাউয়াটারি গ্রামের নছিয়ত উল্লাহ (ভেন্ডার)ছেলে। আবুল কালাম সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে।
ওই স্বাস্থ্য কর্মী ৭ বছর পূর্বে ইউনিয়ন কমুনিটি হেলথ প্রভাইডার পদে সেখানে যোগদান করে। তখন হতে এই যুবলীগ নেতা আবুল কালাম আজাদ তাঁকে নানা ভাবে প্রেম প্রস্তাব ও অনৈতিক সর্ম্পক স্থাপনের প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বেশ কয়েক বার গ্রাম্য সালিশ বৈঠকও হয়। তবুও নারী স্বাস্থ্য কর্মীকে উত্তাক্ত করা বন্ধ হয়নি।
২০ আগষ্ট সকাল ১১.৩০ মিনিটে উক্ত নারীর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন কমুনিটি সেন্টারে কাজ করার সময় সকলের সামনে অফিসের প্রবেশ করে যুবলীগের নেতা আবুল কালাম নারী স্বাস্থ্য কর্মীকে মারধোর করতে থাকেন। তাঁকে মেঝেতে ফেলে বিবস্ত্র করে ফেলেন।
নারীর স্বামী ইসরাফুল সাংবাদিকদের বলেন, আবুল কালাম আজাদ যুবলীগের এই নেতা আমার স্ত্রীকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছে। শেষ পর্যন্ত তার উপর হামলা করেছে। স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//