Print Date & Time : 13 May 2025 Tuesday 2:38 pm

নাসিক ছাত্রদলের নতুন কমিটিকে কাউন্সিলরের শুভেচ্ছা

জে.এম রুমান দেওয়ান, নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আয়শা আক্তার দিনা।

রবিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

আয়শা আক্তার দিনা বলেন, বিএনপির রাজনীতিতে ছাত্রদল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশা করি যারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্বে এসেছেন তাঁরা সেই দায়িত্ব পালন করতে পারবেন। যারা নেতৃত্বে আসছেন তাঁরা সকলেই যোগ্য। তাদের নেতৃত্বে নারায়ণগঞ্জে ছাত্রদল আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে। সেই সাথে দলীয় আন্দোলন সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু এবং মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//