গতকাল শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে নাসির উদ্দিন বিশ্বাস স্মতি ফুটবল খেলা অনুষ্টিত হয়েছে ৷ খেলায় অংশগ্রহন করে পুর্বাচল ক্লাবের সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ ! এসময় জুনিয়র একাদশ ১-০ গোলে বিজয়ী হয় খেলাটি পরিচালনা করেন শাহীন হোসেন ! সঞ্চালনা করেন হাসানুজ্জামান জনী ও তানজিনুল ইসলাম মনি ! সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাচল ক্লাবের সভাপতি শাসসুদ্দিন বিশ্বাস সামু বিশেষ অতিথী ছিলেন আয়োজক তপন বিশ্বাস ,দোদন ,সহ অনেকে খেলা শেষে
পূর্ব মজমপুর সকলে চড়ুইভাতীর মধ্যদিয়ে শেষ হয় টুর্নামেন্ট

Print Date & Time : 22 August 2025 Friday 8:27 am