ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান ওরফে মিঠু (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে পঁচা-গলা লাশ উদ্ধার করা হয়। মিঠু যুগিপাড়া গ্রামের আজব আলী বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, মিঠু গত ১ নভেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার স্ত্রী বিউটি খাতুন গত ০৪ নভেম্বর শৈলকুপা থানায় একটি জিডি করেন।
বুধবার সকালে গ্রামের লোকজন যুগিপাড়া মেহগনি বাগানের ভিতর তার পঁচা-গলা লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

Discussion about this post