Print Date & Time : 25 August 2025 Monday 2:58 pm

নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের ৩ দিন পর আমির হোসেন (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার (১৬ জুলাই) সকালের দিকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আমির হোসেন উপজেলার আচারগাঁও গ্রামের মৃত অহর উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো.শফিকুর রহমান জানান, শনিবার সকাল বাড়ির পাশের বাঁশঝাড়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ওইবৃদ্ধের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, বৃদ্ধ আমির হোসেনের মানসিক সমস্যা ছিল। প্রায়ই তিনি নিখোঁজ হয়ে যেতেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানানন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//