Print Date & Time : 10 May 2025 Saturday 3:57 pm

নিখোঁজের ৫ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে বাজার করতে এসে নিখোঁজ হওয়ার ৫ দিন পর দুবাই প্রবাসী নুর মোহাম্মদের (৬২) লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলের দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জেলেপাড়াস্থ ওয়াপদা কলোনি মসজিদের দক্ষিণ পাশে হালদা নদী সংলগ্ন কাটাখালী খালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। ওই সময় মরদেহটির মাথা এবং পায়ের হাঁটুর সাথে গামছা দিয়ে বাঁধা ছিল। তিনি রাউজান পৌর এলাকার ১নং ওয়ার্ডের সিকদার বাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের পুত্র।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম। তিনি জানান, প্রবাসীর লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের পুত্র তাঁর পিতার মরদেহটি সনাক্ত করেন।

এ সময় অশ্রুসিক্ত কন্ঠে নিহতের পুত্র ইসমাম নূর গনমাধ্যমকর্মীদের জানান, গত ২৬ মার্চ বিকেলে আমার বাবা ঘর থেকে বাজার করার জন্য হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন।
নিহতের প্রতিবেশী মাসুদ আবু তাহের জানান, লোকটা আনুমানিক দেড় মাস পূর্বে প্রবাস থেকে নিজ দেশে আসেন। ঘর থেকে বাজার করতে গিয়ে এভাবে একটা মানুষ নিখোঁজের পর লাশ হয়ে গেলেন ভাবতেই অবাক লাগছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন সবুজ জানান, নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//