Print Date & Time : 17 July 2025 Thursday 8:12 pm

নিখোজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি:
নিখোঁজের একদিন পর বরগুনার খাকদোন নদী থেকে রাসেল শিকদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

(১৯মে) বৃহস্পতি বার বিকেলে বরগুনা পৌরসভার ১ নং ওয়ার্ডের চরকলোনীর পিছনের রোড এলাকার খাকদোন নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ।

নিহত রাসেল সিকদার বরগুনা পোরসভার ১ নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন সড়কের সেকান্দার আলী সিকদারের ছেলে। নিহত রাসেল মৃগী রোগের আক্রান্ত ছিলেন।

স্থানীয়রা জানায়, গতকাল(১৮মে) বৃহস্পতিবার বিকেলে নিহত রাসেল সিকদার মাছ শিকার করতে খাকদোন নদীতে যায়। এবং এরপর থেকে রাসেল নিখোজ ছিলো। (১৯ মে) সন্ধা নাগাদ এলাকা বাসী রাসেলের মৃত দেহ দেখতে পান এবং ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করেন।

বরগুনা ফায়ার সার্ভিস এর উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, (১৯মে) সকাল থেকে আমরা পটুয়াখালী থেকে ডুবুরি টিম এনে খকদোন নদীতে খুজতে থাকি। এবং সন্ধা নাগাদ চরকলোনী এলাকার পিছনের রোড সংলগ্ম খাকদোন নদী থেকে রাসেলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। আমরা থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, মৃত দেহটি আমরা সুরাহতল এর জন্য মর্গে প্রেরন করা হবে। এবং সুরাহতল শেষে পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//