ঝিনাইদহ প্রতিনিধি
নিজের মন্ত্রণালয় নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় জেলে সম্প্রদায় ও বাঁওড় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় হাওড় বাওড় সমস্যা নিয়ে এ অসহায়ত্ব প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, আমি যেটা খুব অবাক হই, আমার নিজের মন্ত্রনালয় হিসেবে আমাদের খুব অসহায় লাগে আপনাদের মতই। আমরা জেলেদের মন্ত্রণালয়। আমাদের জেলেদের জীবন-জীবিকা যেখানে চলে সেই হাওড়-বাঁওড় ভুমি মন্ত্রণালয়ের অধিনে। তারা হাওড়-বাঁওড় ইজারা দেয় আর আমরা তখন কাতর হয়ে বলি এটা আমাদের দেন।
ফরিদা আখতার বলেন, প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে বাঁওড়ের অধিকার ফিরিয়ে দিতে ভূমি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করবেন। বাঁওড়পাড়ের বাসিন্দাদের প্রকৃত মালিকানা ফিরিয়ে দিয়ে তাঁদের দুঃখদুর্দশা দূর করতে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে।
এর আগে সকালে উপদেষ্টা উপজেলার বলুহর বাঁওড় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, খেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেনসহ অন্য কর্মকর্তারা।

Discussion about this post