Print Date & Time : 11 May 2025 Sunday 3:54 am

‘নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করা হচ্ছে’

কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে টিসিবিতে শক্তিশালী করা হচ্ছে। ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। ৫০ লাখের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছেন। এর আওতা বাড়িয়ে আরো ১ কোটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মাহবুবউল আলম হানিফ, রবিবার তাঁর নিজ বাসভবনে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। ইলিয়াস আলী গুমের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ করে না। বিএনপি তাদের নেতাদের নিজেরাই গুম করে হত্যা করার ঘটনা আগেও আছে।

দৈনিক দেশতথ্য//এল//