Print Date & Time : 5 July 2025 Saturday 6:53 pm

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদের বাসদের পথসভা

নিজস্ব প্রতিবেদক:চাল,ডাল,চিনিসহ ভোজ্যতেল ও গ্যাস- বিদ্যুৎ, পানি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে আগামি ২৮মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল সফল করার আহ্বানে পথসভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়স্থ স্বাধীনতা ভাস্কর্য চত্বরে কমরেড শফিউর রহমান শফির সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনজীবনে নেমে আসা নাভিশ^াস থেকে রক্ষার দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড আশরাফুল ইসলাম, বাসদ এর জেলা কমিটির সদস্য কমরেড জামাল উদ্দিন খান,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক লাবনী সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা, বর্তমানে দেশব্যাপী জনজীবনে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান।

দৈনিক দেশতথ্য//এল//