নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী বাজারে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের মেহেরপুর জেলা কমিটির সভাপতি সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম। জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাজেদুল হক মানিকের পরিচালনায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক তৌহিদ দৌলা রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক মজনুর রহমান আকাশ, গাংনী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রশাসনকে অবশ্যই বাজার মনিটরিং করতে হবে। শুধু আইওয়াশ নয় যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে। অসাধু মুনাফাখোর ও মজুতদারদের তালিকা তৈরী করে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। শুধু
জরিমানা নয়, তাদের জেল হাজতে প্রেরণ করতে হবে। যাতে তারা এমনটি মনে না করে অল্প কিছু জরিমানা দিয়ে কয়েকদিনের মধ্যে আবারও দাম বৃদ্ধির মাধ্যমে ক্রেতাদের কাছ থেকেই জরিমানার টাকা আদায় করতে পারি। এই সুযোগ যেন এ অসাধু ব্যবসায়ীরা না পায়। তাই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে বাস্তবতার নিরিক্ষে প্রশাসনকে কাজ করার আহবান জানান।
এবি//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ, ২০২২//

Discussion about this post