স্টাফ রিপোর্টার:নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নিপীড়িত প্রতিটি মানুষই ইউক্রেনে হামলা বন্ধ চায়। চায় রাশিয়ার যুদ্ধচিন্তা থেকে মুক্তি পাক সে দেশের প্রতিটি মানুষ।
২৬ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় ধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে শান্তির পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় ধারার প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান রবিউল আলম খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এল//