Print Date & Time : 16 May 2025 Friday 3:15 am

নিয়মনীতির তোয়াক্কা না করে কুষ্টিয়া শহরে নির্মাণ হচ্ছে বহুতল ভবন!

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়াতে বেড়ে চলেছে বহুতল ভবন !    কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাঙ্গের ছাতার মত নির্মাণ হচ্ছে এ সকল বহুতল ভবন এমন টি বলছেন শহরবাসী ।

জানা গেছে, কুষ্টিয়াতে প্রায় শতাধিক বহুতল ভবন গড়ে উঠেছে নানা অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে  ।নেই  অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা হয়নি প্লান মোতাবেক এসমস্ত ভবন ! নির্মাণের কাজ অধিকাংশ সময় অনিয়ম যেন সেখানে জেকে বসেছে।   সবকিছু মিলিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই ভাবেই বহুতল ভবনে বসবাস করছে অসংখ্য মানুষ ।

খোঁজ নিয়ে জানা গেছে, ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই এসব বহুতল ভবন নির্মাণ হয়েছে ।অথচ ফায়ারসার্ভিস সূত্র বলছে যদি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে তবে  তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা এও জানিয়েছে  সর্বোচ্চ পাঁচ তলা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবেন এই আগুন। তবে বড় ধরনের আগুন সংঘটিত হলে খুলনা থেকে আমাদের অগ্নি নির্বাপনের গাড়ি না আসা পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব নয় । তবে এদিকে ফায়ার সার্ভিস সূত্র বলেছে কিছু কিছু বিল্ডিং এর মালিক অনুমোদন নিয়েছেন বাকিগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে তবে খোঁজখবর নেওয়া হচ্ছে এ সংক্রান্ত বিষয়ে ।তদন্ত শেষে জানা যাবে কতটি বিল্ডিং এ পর্যন্ত ফায়ার সার্ভিসের অনুমোদন নিয়েছেন এর পরেই অন্যান্য তথ্য দেওয়া যাবে । এসব বহুতল ভবন নির্মাণের সময় যে সমস্ত নিয়মকানুন থাকার কথা তার কিছুই মানা হয়নি ভবন তৈরি সময় । নিম্নমানের সামগ্রী নিম্নমানের লিফট ব্যবস্থা অনেকটাই ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ।বছর কয়েক  যেতেনা যেতে কিছু কিছু বিল্ডিংয়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং কিছু কিছু বিল্ডিং ইতিমধ্যেই ঝুঁকিতে পরিণত হয়েছে । প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এইসকল বিল্ডিংয়ে বসবাস করছে কোথাও কোথাও আবার ব্যবসায়ীরাও রয়েছে । সামান্য জায়গার মধ্যেই এ ধরনের বহুতল ভবন নির্মাণ অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ভবনের সামনে রাখা হয়নি কোন পার্কিং ব্যবস্থা ফলে মেন সড়কের সঙ্গে বিল্ডিং তৈরি হওয়ার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় ।এসব কিছুর  পিছনে রয়েছে নানান ধরনের অনিয়ম অব্যবস্থাপনা আর উদাসীনতা অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা এ ব্যাপারে কুষ্টিয়ার সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।

দৈনিক দেশতথ্য//এল//