Print Date & Time : 4 July 2025 Friday 9:17 am

নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে”নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় দিনব্যাপী নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে এবং টিটিসি প্রশিক্ষক আব্দুর রহমানের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোশারফ হোসেন।

সেমিনারে বক্তব্য রাখেন মইনুল ইসলাম,মৌলভীবাজারদেওয়ানি মসজিদেও পেশ ইমান আব্দুল মোহিত,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান,জেলা যুব উন্নয়ন অদিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ,সৈয়দ মহসীন পারভেজ,নজরুল ইসলাম মুহিব প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//