Print Date & Time : 6 July 2025 Sunday 12:30 am

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

মৌলভীবাজার-৪ সংসদীয় আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এর ইসলামী ঐক্যজোটের (মিনার মার্কা) মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থীর পক্ষে মিনার প্রতীকের প্রচারগাড়ি সিএনজি অটোরিক্সায় নিয়ম না মেনে ৩ দিকে ব্যানার
লাগানোর অপরাধে প্রার্থী আনোয়ার হোসাইনকে ৫ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।

কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল
রেজওয়ান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রের বরাতে জানা যায়, প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮
এর ৭ (১) “ক” ধারা ১৮ (১) মোতাবকে সিএনজিঅটোরিক্সায় ব্যানার লাগানোর
ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসলামী ঐক্যজোটের মনোনীত মিনার প্রতীকের
প্রার্থী আনোয়ার হোসাইনকে জরিমানা করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//