Print Date & Time : 21 April 2025 Monday 8:16 pm

নির্বাচন নিয়ে শংকার কিছু নেই, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে -হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করার মতো এখনও কোন ঘটনা ঘটেনি। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। নির্বাচন বাধাগ্রস্ত করে বানচাল করার জন্য বিএনপি মাঠে নেমে তৎপর হয়ে উঠেছে।

আমাদের বিশ্বাস যেহেতু বিএনপির প্রতি জনসমর্থন নেই। জনগন চায় সাংবিধানিক প্রকিয়াকে অব্যহত রাখার জন্য যথাসময়ে নির্বাচন হোক’।

এসময় হানিফ নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘প্রধান মন্ত্রী বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিলো সেলক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তারই প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনী ইশতেহারে’।

দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবেনা। তিনি বলেন বিএনপির এতো লাফালাফি করে লাভ নেই। তাদের দুই শীর্ষ নেতা সন্ত্রাস, অর্থ চুরি, আত্মসাৎ ও দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত। এজন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আর সে কারণেই তারা আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত করে যাচ্ছে।

আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদি, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ অক্টোবর ২০২৩