মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক, এম.পি. বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সমস্ত মিথ্যাচার করা হয়েছিল। নির্বাচনে কারচুপি হবে, সহংসিতা হবেসহ নানা ধরণের গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে তার কোনো কিছুই হয় নাই। কারণ জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল, জনগণ উনাকে ভালবাসে। কাজেই নির্বাচন বিরোধী কোনো ষড়যন্ত্রের প্রতি ভোটাররা বিশ্বাসী নয়। সেটা এই নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেশের ভোটাররা প্রমাণ করেছেন।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ বারের মতো গাজীপুর-১ আসনের এমপি নির্বাচিত হয়ে গতকাল সোমবার দিনব্যাপী তার নিজ আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও জনগনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়সহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ ঐক্যবদ্ধ একটি দল। আর ঐক্যবদ্ধ থাকলে আওয়ামীলীগকে পরাজিত করা কতটা কঠিন? এ নির্বাচনই তার প্রমাণ। নৌকার এ বিজয়, আমাদের এ বিজয় মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়। সব সময় জনগনের পাশে ছিলাম, আছি ও ভবিষতেও পাশে থাকবো। এসময় সেবা করার জন্য ও উন্নয়নের কাজে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
দৈনিক দেশতথ্য//এইচ//