বরগুনায় নির্বাহী ম্যাজিট্রেটের বিরুদ্ধে মানববন্ধন করেছে একটি সংখ্যালঘূ পরিবার। শনিবার (২৫ মার্চ) বেলা ১২ টায় বরগুনার পৌর সুপার মার্কেট প্রাঙ্গনে এ মানববন্ধন হয়। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম ফয়সাল আর নূর, তিনি বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত আছেন।
মানববন্ধনে নির্মল চন্দ্র রায় অভিযোগ করে বলেন, রগুনা সদর উপজেলার ৩০ নং বরগুনা মৌজায় এসএ ৯৯৫/ ১০৬৫/ ৯২৮/৩৭০ দাগের জমিতে পৈত্রিক সূত্রে বহু বছর যাবত ঘর বাড়ী তৈরী করে আমরা সঠিকভাবে ভোগ দখল করে আসছি।
এরপর গত বুধবার (২২ মার্চ) হঠাৎই মোবাইল কোর্ট পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আল নূর। এসময় আমাদের বাড়ীর মধ্যে ঢুকে গেট ও দেয়াল ভাংচুর করে ২ লাখ টাকার ক্ষতি সাধন করে।
তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর মোবাইল কোর্টের মাধ্যমে আমার স্ত্রী সীমা রায়সহ আরও দুই নারীকে ধরে নিয়ে যায়। তাদের প্রত্যেককে ১ টাকা জরিমানা করে এবং ভয়ভীতি দেখায়। আদালতের নির্দেশ ব্যতিত কোন মালিকানা রেকর্ডীয় সম্পত্তিতে বাড়ি ঘরের ওয়াল ভাংচুর করার এখতিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নাই। যাহা অন্যায় অবিচারের সামিল। প্রশাসনের দ্বারা আমরা গুরুতর ক্ষতিগ্রন্থ হইয়াছি।
নির্মল চন্দ্র রায়ের স্ত্রী সীমা রায় বলেন, বুধবার দুপুরে হঠাৎ বাড়িতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ আসে। তারা আমাদের দেয়াল ভাংচুর করে, গেট ভঙচুর করে। এ জমি আমার শশুরের। আমিসহ আরও তিনজন তাদেরকে বাঁধা দিলে আমাদের ধরে নিয়ে যায়। পাঁচ ঘন্টা থানায় আটকে রাখার পর ছেড়ে দেয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর বলেন, উর্ধতন কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী জনসাধারণের স্বার্থে ওখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এখানে যা হয়েছে তা সম্পূর্ণ আইন অনুযায়ী হয়েছে৷ এসময় সরকারি কাজে বাধা দেয়ায় তিনজনকে আটক করা হয়, পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় তাদের।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৫,২০২৩//

Discussion about this post