মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানেল মাছউদ বলেছেন নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পুর্বশর্ত। তিনি বলেন প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত অনুযায়ী আগামী ডিসেম্বর বা জানুয়ারী-২০২৬ সালের প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষে দিন রাত কাজ চলছে।
তিনি শনিবার (২২ মার্চ) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদে ভেটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ এর নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রিশ্নে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্ভুল ও গ্রহনযোগ্য ভোটার তালিকা সুষ্ঠ নির্বাচনের পুর্বশর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে ভোট তত সুষ্ঠু হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য প্রধান নির্বাচন কমিশনার, কমিশনারগন, সকল নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীগন এবং প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন নিরপেক্ষ ভাবে কাজ করে যাচ্ছন। সব কিছু ঠিক থাকলে অবশ্যই সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো, এতে কোন সন্দেহ নেই।
সকালে নির্বাচন কমিনার মহোদয় মির্জাপুর উপজেলার ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদে ভেটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ এর নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে এসে পৌছালে জেলা ও উপজেলা প্রশাসন এবং নির্বাচনে অফিসের কর্মকর্তা-কর্মচারীগন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নির্বাচন অফিস ময়নমনসিংহ আঞ্চলিক অফিসের কর্মকর্তা শাহীনুল ইসলাম প্রমানিক, টাঙ্গাইল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. মগিউর রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো. মাহবুব হাসান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশরফ হোসেন, ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকতা শাহানাজ আক্তার, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, ব্যক্তিগত কর্মকর্তা মো. মোশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮১ হাজার ২৩৮ জন। মোট ভোটারের ৫ শতাংশ হারে হালনাগাদে নতুন ভোটার হচ্ছে ১৮ হাজার ৪০৫ জন।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post