Print Date & Time : 21 July 2025 Monday 8:42 am

নিষিদ্ধ হয়ে ম্যাডোনা বললেন, জীবনে এত কাপড় পরিনি

মার্কিন পপ গায়িকা ম্যাডোনাকে ইনস্টাগ্রাম লাইভে নিষিদ্ধ করা হয়েছে। নগ্নতা ছড়ানোর অভিযোগে শাস্তিস্বরূপ এই নিষেধাজ্ঞা দিয়েছেন ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

ম্যাডোনা ইনস্টাগ্রামের কমিউনিটি গাউডলাইন লঙ্ঘন করেছেন। তবে এ ব্যাপারে নিজের অসন্তোষ চেপে রাখেননি তিনি। স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় তিনি হতবাক। তবে কোন পোস্টের কারণে এই নিষেধাজ্ঞা চাপানো হয়ছে তা অবশ্য জানাননি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ম্যাডোনা। এতে তিনি বলেন—‘আমি জীবনে কোনোদিন এত কাপড় পরিনি, এখন যা পরে আছি। এরা কী বলতে চাইছে? আশ্চর্য!’

এই নিষেধাজ্ঞার বিষয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্ল্যাটফর্মের অন্যদের কথা মাথায় রেখে, সবাইকে আইন মেনে চলতে হবে।

জা//দেশতথ্য/২৩-০৫-২০২২//১১.১২ এ এম