Print Date & Time : 3 August 2025 Sunday 8:44 pm

নিহত রায়হানের দাফন সম্পন্ন

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ আকদ্ অনুষ্ঠানের মাত্র দুইদিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হাটহাজারীর রায়হান উদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে।সোমবার (০৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে নিহতের গ্রামের বাড়ি উপজেলার নজুমিয়াহাটের বাথুয়া গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১১ টা ২০ মিনিটের দিকে মরহুমের গ্রামের বাড়ির মসজিদ মাঠ প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে নিহতের ছাত্র জীবনের বহু বন্ধু-বান্ধব ও চাকরীস্থলের সহকর্মী, এলাকা ও দুরদুরান্তের বহু শুভাকাঙ্ক্ষী অংশ নেন।

জানা যায়, গত শুক্রবার আকদ্ হওয়া হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৫ নং ওয়াডস্থ বাথুয়া এলাকার পাটোয়া গ্রামের হাজি নাজির ফকির বাড়ির মৃত নাজিম উদ্দিনের পুত্র রায়হান উদ্দিন অফিস শেষে প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাসায় ফেরার পথে নগরীর ডিসি পার্ক সংলগ্ন ট্রাংক রোডে দাঁড়িয়ে থাকা একটি লরির সাথে তাদের বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারায় রায়হান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই ঘটনায় তার সাথে থাকা এক বন্ধুও গুরুতর আহত হয়েছে।বর্তমানে সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আকদ্ অনুষ্ঠানের মাত্র দুইদিনের মাথায় রায়হান উদ্দিনের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না তার স্বজন সহপাঠীরা। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//