Print Date & Time : 11 May 2025 Sunday 1:50 am

নীলফামারীতে বিস্ফোরণে নিহত এক, আহত-৪

নীলফামারীর জলঢাকা উপজেলা  টেংগনমারীতে ‘ইলেকট্রিক  ওভেন বিস্ফারণে’ একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জলঢাকা থানার পুলিশ। এতে আরো চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ সোমবার সকালের দিকে টেংগনমারী নীলসাগর কনজ্যুমারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নীলফামারী সদর ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নীলফামারী মিয়ারাজ উদ্দিন জানান, সেখানে ইলেকট্রিক ওভেন বিস্ফোরণ হয়ে ৫জন আহত হয়েছে। জলঢাকা ইউনিট বিস্ফোরণের খবর পেয়ে নীলসাগর কনজ্যুমারের পরিচালকের কাছে জানতে চাইলে তার সাধারণ বিস্ফোরণ হিসেবে চালিয়ে দেয়। 

পরে স্থানীয়দের ৯৯৯ কল পেয়ে  নীলফামারী সদর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান ও পরিস্থিতি স্বাভাবিক করে।

হাসপাতালে নেওয়ার পথে হাবিবুর রহমান হাবিব(২৯) নামে এক বেকারি শ্রমিক নিহত হয়েছে। এছাড়াও আরো আহত চারজন হয়েছে।

আহতরা হলো শামীম, সেলিম, বাদশা ও মনির হোসেন। 

এদিকে বিস্ফোরণের এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জলঢাকা থানা পুলিশের এসআই সজল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক ওভেন বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তবে তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি আরো জানান আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন আরো একজন নীলফামারী আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন আছেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৬,২০২২//