সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা দিয়েছে লেডিস ক্লাব কুষ্টিয়া ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া ক্লাবের হলরুমে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ফুটবলার নীলার হাতে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন কুষ্টিয়া লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসকের সহধর্মীনি আইরিন আক্তার।
তিনি বলেন, নীলা শুধু একজন দেশবরেণ্য ফুটবলার নয় তিনি নারী সমাজের অহংকার। নারীদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। নান্দনিক ফুটবল খেলার মধ্যদিয়ে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক
অঙ্গনে গর্বিত করেছে নীলা সহ মহিলা ফুটবল দল। আমরা তাদের ধন্যবাদ ও অভিবাদন জানাই।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া লেডিস ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল-হামরা বেগম, নীলার মা বাছিরন আক্তারসহ লেডিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নিলুফা ইয়াসমিন নীলা লেডিস ক্লাবে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরন করে নেন অতিথিরা।
প্রধান অতিথি ফুটবলার নীলাকে লেডিস ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ উপহার হিসাবে তুলে দেন। এসময় সংবর্ধিত অতিথি নিলুফার ইয়াসমিন নীলা বলেন, আপনাদের এই ভালোবাসা আমি কোনদিন ভুলবো না। আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা আমাকে আরও অনেকদূর নিয়ে যাবে। কুষ্টিয়াসহ বাংলাদেশের মর্যাদার লড়াইয়ে আমরা এগিয়ে যাবো। কোন সীমাবদ্ধতা আমাদের গতিরোধ করতে পারবে না।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//

Discussion about this post