Print Date & Time : 23 August 2025 Saturday 12:57 pm

নেছারাবাদের ব্যবসায়ীদের ৪০ ভাগই নারীঃ তাদের জন্য নেই পৃথক টয়লেট

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম ব্যবসাকেন্দ্র। এখানে রয়েছে দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা। কাঠ ব্যবসা, নার্সারি, আমড়া, পেয়ারা এখানকার উল্লেখযোগ্য বাণিজ্যিক পণ্য।

এছাড়াও, উপজেলার ৩১ টি হাট বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এসব ব্যবসা প্রতিষ্ঠান অধিকাংশ নারী পুরুষের জীবিকার প্রধান অবলম্বন।

প্রকৃতির প্রাকৃতিক কাজটি পুরষেরা যত্রতত্র যেভাবে সারতে পারেন। নারীদের জন্য তা কতটা কঠিন তা কেবল তারাই জানেন।

কর্মব্যস্ত এসব হাট বাজারের সড়কগুলোর কোন জায়গায়ই নেই নারীদের জন্য পৃথক কোন টয়লেট বা ওয়াশরুম। হাটবাজারে আসা মানুষদের জন্য যেসব পাবলিক টয়লেট আছে সে গুলোর দুরাবস্থার কথা দায়িত্বশীলরা ব্যতীত সবাই জানেন।

বরিশাল বি,এম কলেজের মাষ্টাস প্রথম বর্ষের ছাত্রী শায়লা জানান, প্রতিদিন সকালে উপজেলার কৌড়িখাড়া প্লাসঘাট থেকে স্বরূপকাঠি বাজার হয়ে কলেজে যান। মাঝেমধ্যে প্রাকৃতিক ডাকে পড়ে চরম বিপাকে পড়েছেন।

দক্ষিণ জগন্নাথকাঠির স্বামী পরিত্যাক্ত রাহেলা (৪৫) ও তার মেয়ে আয়শা (১৫)। তারা স্বরূপকাঠি বাজারের চায়ের দোকান, খাবার হোটেলে নলকূপের পানি সরবারহের কাজ করেন। বাজারে আসার পর প্রকৃতির ডাক এলে বাধ্য হয়ে পুরুষদের ভীড় ঠেলে নোংরা টয়লেটে যান।

সপ্তাহের সোম ও বৃহস্পতিবার উপজেলার বৃহৎ মিয়ারহাট, ইন্দেরহাট ও স্বরূপকাঠি বাজারে আসেন লক্ষাধিক মানুুষ। এসব বাজারে দুই সহস্রাধিক দোকান আছে। বাজারের একা‌ধিক ব্যবসায়ীরা বলেন, বাজারে আগত ক্রেতার মধ্য ৩০ থেকে ৩৫ ভাগ থাকেন নারী। তাদের অনেকেই বাজারে প্রকৃৃৃৃতির চাপ নিয়ে পড়েন চরম বিড়ম্বনায়।

মিয়ারহাট বাজারের ম‌হিলা মার্কেটের সভাপ‌তি রিনা বেগম বলেন, বাজারে নারী বান্দব কোন টয়লেট নেই। যা আছে তাতে মহিলা পুরুষ একসাথে যেতে হয়। এতে অনেক নারীরা নিরাপত্তার অভাবোধ করেন। নারীদের জন্য আমরা কয়েক বছর ধরে পৃথক টয়লেটের দাবী জানিয়ে আসলেও এ ব্যপারে কোন পদক্ষেপ নিচ্ছেননা কর্তৃপক্ষ।

সোহাগদল ইউ‌পি ও বাজার মিয়ারহাট বাজার প‌রিচালনা ক‌মি‌টির সদস্য মোঃ ত‌রিক বলেন, বাজারে মহিলাদের জন্য একটি নারী বান্ধব টয়লেটের খুবই দরকার।

নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, নার্গিস জাহান বলেন, কেবল বৃহৎ মিয়ারহাট বাজারই নয়, উপজলার কোন বাজারেই নারী বান্ধধ টয়লেট নেই। এটা নারীদের জন্য একটা বড় সমস্যা। দেশের সব জায়গায় যদি স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট তৈরি করা দরকার। এ নিয়ে আমি জেলা পরিষদে কথা বলবো।

এবি/দৈনিক দেশতথ্য /১৩ অক্টোবর /২০২১