দলের ভিতরের অভ্যন্তরীন বিবাদ ভুলে আর্দশ মুজিব সেনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী পথগুলো চলতে চান নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২০ জুন) সকালে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক এস,এম মুইদুল ইসলাম মুহিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা সরকারকে বিজয়ী করার কোন বিকল্প নেই। তাই সে লক্ষ্য নিয়ে কাজ করাই হল আমাদের নতুন কমিটির প্রধান কাজ।
শনিবার স্বরূপকাঠি সরকারি কলেজ মাঠে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সৈয়দ শহিদ উল আহসান-কে সভাপতি এবং এস,এম মুইদুল ইসলাম-কে সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। কমিটিতে যুগ্ন সাধারান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিন জন। এরা হলেন স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, শরীফ আহমেদ,প্রভাষক সালাম সিকদার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাকারিয়া স্বপন, লাভলু আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত।
সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া সম্মেলনে আগত অতিথি এবং জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কমিটির নব নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহিদুল আহসান বলেন, দলের ভিতরে সকল ভেদাবেদ ভুলে দলের সকলকে নিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কা পুনরায় বিজয়ী করার লক্ষই হল আমাদের প্রধান কাজ।
আর//দৈনিক দেশতথ্য//২০ জুন-২০২২//